দৈনিক সান্তাহার

আজ সান্তাহার হানাদার মুক্ত দিবস

সান্তাহার ডেস্ক :: আজ ১৪ ডিসেম্বর বিহারি অধ্যুষিত সান্তাহার রেল জংশন শহর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর গ্রাস থেকে বীর মুক্তিযোদ্ধারা ত্রিমুখী আক্রমণ চালিয়ে সান্তাহারকে শত্রুমুক্ত করেন।

মুক্তিযোদ্ধারা জানান, সান্তাহারে বিহারির সংখ্যা বেশি হওয়ায় হানাদাররা এখানে ঘাঁটি স্থাপন করে। এখান থেকে তারা উত্তরাঞ্চলের অন্যান্য এলাকা নিয়ন্ত্রণ করতো। হানাদারদের পাশাপাশি সশস্ত্র বিহারিরাও অত্যাচার করেছে।

৯ মাস কোনও বাঙালি এখানে প্রবেশ করতে পারেনি। নির্যাতন ও নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। ১০ ডিসেম্বর চার শতাধিক গেরিলা মুক্তিযোদ্ধা সান্তাহারের দক্ষিণ, উত্তর ও পূর্ব দিকে অবস্থান নিয়ে হানাদারদের ওপর হামলা চালান, রেল লাইন উপড়ে ফেলে শত্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর ১৪ ডিসেম্বর হানাদাররা নওগাঁ হয়ে পালিয়ে যায়। সান্তাহারে উড়ানো হয় বিজয়ের পতাকা।

সান্তাহার ডটকম/ ১৪ ডিসেম্বর ২০১৯/এমএম