সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

 

সান্তাহার ডেস্ক :: ‘ আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে।দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও দূর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমির হোসেন প্রমূখ।

সান্তাহার ডটকম/১৪ অক্টোবর ২০২০ইং/এমএম