সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘিতে বসত বাড়ীর উঠানে লাগানো গাঁজার গাছসহ শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উপজেলার ছাতিয়ানগ্রামের নিমাইদীঘির কায়েম উদ্দীনের ছেলে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি শহিদুল ইসলাম তার নিজ বাড়ির উঠানের একপাশে টিনের বেড়া দিয়ে ঘিরে অবৈধভাবে গাঁজার চাষ করছে। সেই সূত্র ধরে আমরা শনিবার রাতে অভিযান চালিয়ে ১টি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
সান্তাহার ডটকম / ০৭ জুন ২০২০ইং / এমএম
Add Comment