আপডেট দৈনিক সান্তাহার সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ টহলপুলিশের হাতে ধরা যুবক

আদমদীঘিতে বার্মিজ চাকুসহ জনি মন্ডল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে টহল পুলিশ। জনি মন্ডল উপজেলার নসরতপুর ইউপির শিহাড়ী গ্রামের ইয়াছিন আলী মন্ডলের ছেলে।আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত জনি মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাতে পাহারার জন্য টহল দিচ্ছিল পুলিশ। রাত ৯টায় উপজেলার মুরইল বাজার থেকে বিনাহালি সড়ক এলাকায় জনৈক তহিদুলের দোকানের সামনে জনি মন্ডল নামের এক যুবক অবস্থান করছিল। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় আটক করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে একটি ধারালো বর্মিজ চাকু উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, শুক্রবার সকালে তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।