দৈনিক সান্তাহার

চালু হচ্ছে না সান্তাহার-রহনপুর রেলপথ প্রকল্প

railway

সান্তাহার ডেস্ক :: শত বছর পার হলেও সান্তহার-রহনপুর রেলপথ প্রকল্প চালু হচ্ছে না। দেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের জন্য কোন সরকারই আগে আসেনি। সে দাবি বর্তমানে আঁতুড় ঘরে মৃত্যু ঘটেছে। উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল সান্তহার-রহনপুর রেল লাইন প্রকল্প। এই গণ দাবির পরিপ্রেক্ষিতে ১৯১০ সালের দিকে তৎকালীন ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে একটি জরিপ চালায়।

জরিপ দলের নেতা ডেলগ্রীন তার রিপোর্টে অবিলম্বে এ রেলপথ নির্মালের জন্য জোর সুপারিশ করেন। ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর থেকে উত্তরাঞ্চলের জনগণের এ দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন পাকিস্তান সরকারের রেলওয়ে বোর্ড ১৯৬৩ সালে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পুনরায় কাজ শুরু করে।

গঠিত জরিপ দলের তৎকালীন প্রধান মরহুম আশরাফ আলী ডেলগ্রীনের রির্পোটের পক্ষে মতামত প্রকাশ করেন। আশরাফ আলী তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ১৯৪ পৃষ্ঠা লিখিত রিপোর্টে এ প্রকল্পের একটি ব্লু প্রিন্ট ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তান সরকারের গভর্নরের নিকট হস্তান্তর করেন। কিন্তু যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পরও রেলওয়ে বোর্ড রহস্যজনকভাবে হঠাৎ করে প্রকল্পটি বাস্তবায়নের সব কার্যক্রম বন্ধ করে দেয়।

৬৬ মাইল দীর্ঘ সান্তাহার-রহনপুর রেলওয়ে প্রকল্পটি ব্রড ও মিটার গেজ দু’ধরনের লাইন নির্মিত হওয়ার কথা ছিল। এ নতুন রেলপথে ১১টি স্টেশন রাখার ব্যবস্থা ছিল।

স্টেশনগুলো নওগাঁ শহর, হাট হাঁপানিয়া, হযরতপুর, জাহাঙ্গীরাবাদ, মহিষ বাতান, নজিপুর, মধূইল, সাপাহার, পোরশা, মামুদপুর, দাউদপুর। তাছাড়া নওগাঁ ডিগ্রি কলেজের উত্তর ধারে ছোট যমুনা নদীর ওপর এবং নজিপুর আত্রাই নদীর উপর একটি করে সেতু নির্মাণের প্রকল্প অন্তর্ভুক্ত ছিল।

স্বাধীনতার-পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানের সংসদে সে সময় মরহুম আবুল কালাম আজাদ ও মরহুম মোজাফ্‌ফর রহমান চৌধুরী এ প্রকল্পটির কথা সংসদে উত্থাপন করেছিলেন। স্বাধীনতার পর ১৯৭৯ সালে জাতীয় সংসদে বাজেট আলোচনায় সান্তহার-রহনপুর রেলপথ প্রকল্পটি নিয়ে সেই সময় ব্যাপক আলোচনা হয়েছিল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ তথা বরেন্দ্র ভূমির আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এ প্রকল্পটি বাস্তবায়ন হলে অনগ্রসর এ জনপদের উদপাদিত কৃষিপণ্য ধান, পাট, আখ, আম ও লিচু পরিবহনে মুখ্য ভূমিকা রাখতে পারবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

>> সান্তাহার ডটকম/ইএন/ ৩ মার্চ ২০১৮ইং