দৈনিক সান্তাহার

জনসচেতনতা বৃদ্ধির কাজে সান্তাহার ছাত্রলীগ

সান্তাহার ডেস্ক :: করোনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য সান্তাহারে শ্রমজীবী ও সুবিধা বঞ্চিতদের মাঝে লিফলেট ও সাবান বিতরণ করে আদমদীঘি এবং সান্তাহারের আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ জনসচেতনতার কার্যক্রমে অংশ নেয়ার খবরটি জানান আদমদীঘি উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ।

উপজেলার ছাত্রলীগের সাবেক এই নেতা জানান, মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই কার্যক্রম। আমরা সান্তাহারে শ্রমজীবী ও সুবিধা বঞ্চিতদের মাঝে লিফলেট ও সাবান বিতরণ করেছি। প্রতিটি মানুষের বর্তমানে করোনা সম্পর্কে জানা জরুরি। আতঙ্কিত না হয়ে এখন দরকার সচেতনতা, সুরক্ষা।

করোনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির এই কার্যক্রমে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক রাসেদুল ইসলাম রাজা, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রহমান, হোসাইন রহমান, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ হৃদয়,আতিক শাহরিয়ার পল্লব, পিয়াল আহম্মেদ, সানজিদা আক্তার খুশবু, নিলয়, বাপ্পী, রসি,সিয়াম, সিহাব, প্লাবন, সৌরভ, মেহেদীসহ সবস্তরের নেতারা।

সান্তাহার ডটকম/২৯ মার্চ ২০২০ইং/ইএন