সান্তাহার ডেস্ক :: বগুড়ার সান্তাহারের সাজু নামের এক ব্যক্তি গাজীপুরের টঙ্গিতে কর্মরত অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, সান্তাহার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উপর পৌঁওতা মহল্লার আনছার আলীর ছেলে সাজেদুর রহমান সাজু (৩৫) গাজীপুরের টঙ্গি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মাস্টার রোল কর্মচারী হিসাবে ওই কেন্দ্রের গাড়ী চালাতেন। স্ত্রী-সন্তান নিয়ে বাস করতেন বিদ্যুৎ কেন্দ্রের পাশের একটি ভাড়া বাসায়। বৃহস্পতিবার সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টঙ্গির একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় মারা যায়। সাজুর ভগ্নিপতি নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সান্তাহার ডটকম/এমএম/ ২৯ জুলাই ২০১৯ইং
Add Comment