সান্তাহার ডেস্ক:: ২৮ মে রোববার আদমদীঘি উপজেলায় সাঁওইলে ঐহিত্যবাহী সোনারা মেলা বসছে। ইতিমধ্যে দুর দুরান্ত থেকে আত্মীয় স্বজনদের আগমনসহ বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। যুগযুগ ধরেই প্রতি বছর বাংলা জৈষ্ঠ্য মাসের দ্বিতীয় রবিবার সরকারি ইজারার মাধ্যমে এই সোনারা মেলা চিরাচরিত নিয়মে হয়ে আসছে। মেলাকে ঘিরে আদমদীঘি, আক্কেলপুর, দুপচাঁচিয়া, ক্ষেতলাল, কালাই, কাহালু উপজেলাসহ আশেপাশের উপজেলার গ্রামে গ্রামে চলছে আত্মীয় স্বজনের সমাগম কেনাকাটার ধুমে সরগমর হয়ে উঠেছে।
ঐতিহাসিক ও প্রসিদ্ধ এই মেলা প্রায় ১শ ৫৯ বছর ধরে চিরাচরিত নিয়মে হয়ে আসছে বলে ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, প্রবীন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ অনেকেই জানান। এই মেলায় বড় বড় মাছ, রস গোল্লা, কাঠের সামগ্রী, নারীদের চুরি ফিতা ও নাগর দোলাসহ বিভন্ন সামগ্রীর বিপুল আমদানি হয়ে থাকে। মেলা অনুষ্ঠানের দিনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূষল ধারে বৃষ্টিপাতসহ ঝড় বয়ে যাওয়া। এই প্রথা চিরাচরিত দীর্ঘদিন ধরে প্রকৃতির খেয়ালেই হয়ে আসছে। তবে এবার রমজানের রোজার প্রথম দিন মেলা বসায় লোক সমাগম কম হতে পারে বলে মেলা কর্তৃপক্ষ জানান।
>> সান্তাহার ডটকম/ইএন/২৮ মে ২০১৭ইং
Add Comment