দৈনিক সান্তাহার

সান্তাহারে ঈদের জামা কেনার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

সান্তাহারে ঈদের জামা কেনার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

সান্তাহার ডেস্ক :: সান্তাহারে ঈদের জন্য পিতা-মাতার নিকট নতুন জামাকাপর কেনার টাকা চেয়ে না পেয়ে গোলায় ফাঁস দিয়ে হৃীদয় (১৪) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সে শহরের তিয়র পাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে এবং স্থানীয় বিপি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রবলে জানাগেছে। জানাযায়, ঈদের জন্য পিতা-মাতার নিকটপ ছন্দের নতুন জামাকাপর কেনার জন্য টাকা চায়। তার পিতা-মাতা টাকা না দেওযায় ঈদের দিন সকালে নিজ ঘরের সেলিং ফানের সাথে রসি জরিয়ে গেলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । এব্যাপারে আদমদীঘি থানায় একটি উইডি মামলা হয়েছে। সূত্র : ইনকিলাব

সান্তাহার ডটকম/ইএন/৮ জুন ২০১৯ইং