দৈনিক সান্তাহার

সান্তাহারে একজন করোনায় আক্রান্ত

সান্তাহার ডেস্ক :: সান্তাহারের সাহেবপাড়া এলাকার সিএনজি চালক ২৮ বছরের মিলন হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকার পরীক্ষাগার থেকে রিপোর্ট পজেটিভ রিপোর্ট আসার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান; করোনায় আক্রান্ত মিলন এবং তার স্ত্রীকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন বিভাগে পাঠিয়েছেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত যুবক নারায়ণগঞ্জে সিএনজি চালাত। জ্বর, সর্দি ও কাশি নিয়ে ১৪ রাতে এপ্রিল তিনি বাড়িতে ফিরে আসেন। পরদিন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন এলাকার যুব সমাজের সহযোগীতায় তাকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখে। এরপর ১৮ এপ্রিল নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয় এবং ওই দিনই বগুড়া থেকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে ২১ এপ্রিল সকালে জানানো হয় ওই ব্যক্তির করোনা পজিটিভ। অর্থাৎ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনার ফলাফল জানার পর পরই মঙ্গলবার দুপুরে তাকে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।

সান্তাহার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র জার্জিস আলম রতন বলেন, ‘নারায়নগঞ্জ ফেরত সিএনজি চালক মিলনের খবর পেয়ে ওই দিন রাতে তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বগুড়া জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে বিষয়টি অবগত করি। এরপর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি ক্ষতিয়ে দেখেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।’

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আক্রান্ত ব্যক্তিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। ১৮ এপ্রিল থেকে উপজেলায় লকডাউন চলছে।’

এর আগে উপজেলা নসরতপুর ইউনিয়নের সাঁওইল কাঞ্চনপাড়া গ্রামের ছেলে পুলিশ কনস্টেবল আহসান হাবীব (২৯) এর করোনা পজেটিভ পাওয়া যায়। তিনি প্রথম আক্রান্ত ব্যক্তি। তিনি এবং তার স্ত্রী, সন্তানকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে রয়েছেন এবং তার সংস্পর্শে আসা ৫ জনের নমুনা সংগ্রহ করাসহ তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আহসান হাবিব ঢাকায় মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিল। এরপর নারায়নগঞ্জ ফেরত সিএনজি চালক মিলন হোসেন উপজেলার দ্বিতীয় করোনা শনাক্ত ব্যক্তি। আর সান্তাহারের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি। এনিয়ে আদমদীঘিতে দুইজন করোনা রোগী সনাক্ত হল। এ ছাড়াও এই পর্যন্ত উপজেলায় বিদেশ এবং ঢাকা ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে ৩৬ জনের রিপোর্ট নেগেটিভ।

সান্তাহার ডটকম/২১ এপ্রিল ২০২০ইং/ইএন