সান্তাহার ডেস্ক :: নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার মালশন মোড় নামকস্থানে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিনব কায়দায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় মালশন মোড়ের ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নওগাঁ বালুডাঙ্গা থেকে হারুনুর রশিদের ব্যাটারিচালিত অটোরিকশা রিজার্ভ নিয়ে তিন যাত্রী রাণীনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু ওই যাত্রীরা কৌশলে রাণীনগর না গিয়ে ছাতনি থেকে ফিরে আসে। এ সময় তারা মালশন নামক স্থানে পৌছালে অপর দিক থেকে আসা ৩ মোটরসাইকেল আরোহী অটোরিকশা থামিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি তল্লাশী চালায়। একপর্যায়ে গাড়ি থেকে একটি পোটলা বের করে এবং তাতে মাদক রয়েছে বলে অটোরিকশা চালককে মোটরসাইকেল এ উঠিয়ে কিছুদূর নিয়ে এসে ছেড়ে দিয়ে তারা চম্পট দেয় । চালক হারুনুর রশিদ ভুয়া ডিবির বুজতে পেয়ে তরিঘড়ি করে অটোরিকশার খোঁজা শুরু করে এবং কোনো সন্ধান না পাওয়ায় পুলিশ ফাঁড়িতে মৌখিক ভাবে অভিযোগ করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, মৌখিক অভিযোগ পেয়ে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সান্তাহার ডটকম/ ১৪ ডিসেম্বর ২০১৯/এমএম
Add Comment