সান্তাহার ডেস্ক :: সান্তাহার পৌর এলাকায় নাইটগার্ডকে অজ্ঞান করে তালা ভেঙে সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। সোমবার (২৯ জুন) দিবাগত রাতে সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের বশিপুর এলাকায় মেসার্স আশা ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু জানান, সোমবার দিবাগত রাতে দোকানের নাইটগার্ড মেছের আলীকে অজ্ঞান করে দোকানের তালা ভেঙে চোরেরা ৪ কার্টুনে রাখা ৪৪ হাজার টাকা মূল্যের ১শ ১০পিস মোবিল ও ৩লাখ টাকা মূল্যের মাইক্রোবাসের ৩৭টি নতুন টায়ার চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে দোকানে এসে ঘটনাটি জেনে পুলিশকে অবিহিত করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য জোড় তৎপরতা চালানো হচ্ছে।
সান্তাহার ডটকম/২ জুলাই ২০২০ইং /এমএম
Add Comment