সান্তাহার ডেস্ক :: স্কুলে জলবদ্ধতার কারণে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতির হার কমে গিয়েছে। সরজমিনে গিয়ে জানা গেছে, সান্তাহার এস এম আই একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ, সামনের খেলার মাঠ, স্কুলের নিচে জলবদ্ধতা সৃষ্ঠি হয়েছে।
কোমলমতি শিক্ষার্থীরা পানি ভেঙ্গে স্কুলে প্রবেশ করছে। জলাবদ্ধতার কারণে স্কুলের প্রত্যাহিক সমাবেশ করা সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি হলে চারাপাশের ময়লা, আবর্জনা ভেসে এসে আশ্রয় কেন্দ্রের দেওয়ালে লেগে রয়ে যায়। পানি নেমে গেলেও ময়লা, আবর্জনা স্কুলটির আশ্রয় কেন্দ্রেই রয়ে যায়।স্কুলে ভবনের নিচে পানি জমে থাকার কারণে মশার উপস্থিতি বেড়েছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। অনেক অভিভাবক জলাবদ্ধতার কারণে স্কুলে তাঁদের সন্তানদের আসতে দিচ্ছে না। এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ চরম সংকটে পড়েছে।
সান্তাহার এস এম আই একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে প্রবেশ করতে এস এম আই একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠ পেরিয়ে স্কুলটিতে প্রবেশ করতে হয়। উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা আশ্রয় কেন্দ্র। সেখানেও জলাদ্ধতা।
সেখানে শত শত মশা দেখা যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি উচ্চ বিদ্যালয়ের। ঐ মাঠে প্রাথমিকের প্রতিদিনের সমাবেশ অনুষ্টিত হয়। কিন্তু একটু বৃষ্টি হলেই মাঠসহ পুরো স্কুল চত্বর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্তমানে সমাবেশ করা সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ আছে।সমস্যাটি স্কুল কর্তৃপক্ষ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে অবগত করেছেন। সান্তাহার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল আলম বলেন, স্কুলটির জলবদ্ধতার দুর করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে পানি নিস্কাসনের ব্যবস্থা করেছি।
আশা করছি ২/৩ দিনের মধ্যে সমস্যাটির সমাধান হবে। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, স্কুলটির জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। তারপরও আমরা পৌর সভার পক্ষ থেকে সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম দেওয়ান বলেন, স্কুলটির জলাবদ্ধতাসহ অনান্য সমস্যা বিষয়ে আমি অবগত আছি।
সমস্যা সমাধানে সরকারি বরাদ্দের বিষয়ে উধ্বর্তন কতৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। এস এম আই একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরসেদা খানম বলেন, একটু বৃষ্টি হলেই স্কুলটির সামনের মাঠ সহ চারাপাশ প্রচন্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়। সমাবেশ করা যায় না।শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। স্কুলটির অবকাঠামোসহ নানা সমস্যা আছে। আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।
সান্তাহার ডটকম/এমএম/ ২১ আগস্ট ২০১৯ ইং
Add Comment