সান্তাহার ডেস্ক:: শহরে রাস্তার প্রধান প্রধান স্থানে তৈরি করা হয়েছে তোরন। সান্তাহার স্টেডিয়ামকে তৈরি করা হয়েছে নতুন রূপে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে রং করে বাড়ানো হয়েছে সৌন্দর্য। রাস্তার দু’পাশ ছেঁয়ে গেছে নেতাদের রঙ্গিন ফেস্টুনে। গাছগুলোকে সাদা রঙ্গে রাঙ্গানো হয়েছে। এ যেন নতুন কোন সান্তাহার। এদিকে উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা রাত-দিনে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ, যাতায়াতের পথকে পরিস্কার-পরিচ্ছন্ন করা ও রাস্তার প্রধান প্রধান স্থানে মনোমুগ্ধকর তোরন তৈরিসহ বিভিন্ন কাজ শেষ করেছে। রাতের সান্তাহার শহরকে সাজানো হয়েছে নানা রঙ্গেও আলোয়। সান্তাহারবাসী নতুনরূপে প্রথমবারের মতো রঙ্গিন আলোয় আলোকিত সান্তাহার শহরকে দেখছেন গত কয়েকদিন ধরে। এছাড়া আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে সান্তাহার স্টেডিয়ামে আ’লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। তিনি যে মঞ্চে বক্তব্য রাখবেন সেটিও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
>> সান্তাহার ডটকম/ইএন/২৬ ফেব্রুয়ারি ২০১৭ইং
Add Comment