দৈনিক সান্তাহার

মধ্যরাতে তালা ভেঙ্গে গরু চুরি

santahar Cow thiefসান্তাহার ডেস্ক:: সান্তাহার পৌর শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে কয়রার মিল থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪টি গরু ও ১টি বাছুর চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা আদমদীঘি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
জানা যায়, সান্তাহার পৌর শহরের আধুনিক স্টেডিয়ামের সামনে কয়রার মিলের ভিতরে আব্দুর রহমান চৌধুরীর ছেলে শত চৌধুরীর একটি গরুর শেড রয়েছে। সেখানে তার লোকজন দিয়ে গরু লালন-পালন করে আসছিল। প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে তার লোকজন ঘুমিয়ে পড়ে। ওই রাতে চোরেরা গোয়ালঘরের শেডের দরজার তালা ভেঙে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ১টি দেশি, ৩টি বিদেশি জাতের গরু এবং ১টি বিদেশি জাতের গরুর বাছুর চুরি করে নিয়ে যায়।
সান্তাহার ডটকম/ইএন/১৪ আগস্ট ২০১৬ইং