দৈনিক সান্তাহার

সান্তাহারে স্কুলছাত্রী নিখোঁজ

সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রাম থেকে মিতু (১৮) নামের উথরাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির এক স্কুল পড়ুয়া ছাত্রী গত বৃহস্পতিবার সন্ধ্যায় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে।এ ঘটনায় নিখোঁজের মা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

জানা গেছে, সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের খালেকের মেয়ে মিতু গত বৃহস্পতিবার সন্ধ্যায় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নিখোজের পর থেকে বিভিন্ন স্থানে খোজাখুজির পর কোথায় তাকে না পেয়ে পরেদিন আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

কিন্তু ডায়েরি করার পরও মেয়ের কোন সন্ধান না পেয়ে তার মা রুবি বেগম রবিবার সকালে সাংবাদিকদের জানায়, তার মেয়েকে পরিকল্পিত ভাবে অপহরন করা হয়েছে। তার পার্শ্বে বাবনী গ্রামের গোলজার হোসেন নামে এক জৈনিক ব্যক্তি তার মেয়ে কে স্কুলে যেতে আসতে বিরক্ত করতো। সে তার মেয়ে কে অপহরন করতে পারে বলে অভিযোগ করেছে।এ ব্যাপারে আদমদীঘি থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক বলেন, মিতু নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। মেয়েটি উদ্ধারের তৎপরতা চলছে।

সান্তাহার ডটকম/এমএম/ ২১ জুলাই ২০১৯ইং