সান্তাহার ডেস্ক :: বগুড়ার সান্তাহারে সান্দিড়া স্টার কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সান্দিড়া স্টার ক্লাব মাঠে দিনভর স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
স্টার কিন্ডার গার্টেনের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে ও সান্দিড়া স্টার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্দিড়া স্টার ক্লাবের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়ারদার, আব্দুল হাকিম খান, সাইদুর রহমান, হেলাল উদ্দীন, সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমীর সভাপতি সাহিনুল ইসলাম খান সাহিন, প্রধান শিক্ষক এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নাহিদা সুলতানা তৃপ্তি, মোতালেব হোসেন, আব্দুল হামিদ, ইউপি সদস্য শাহিনা জোয়ারদার বাপ্পি, মারুফ-উল হাসান খান শিপলু, ফেরদৌস, এমতিয়াজ আলম বাপ্পি, মামুনুর রশিদ প্রমূখ। আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের প্রধান অতিথি রাশেদুল ইসলাম রাজা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সান্তাহার ডটকম / ২৯ জানুয়ারি ২০২০ /এমএম
Add Comment