সৈকত খান :: সান্তাহারে করোনা ভাইরাসে প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে গণসচেতনতা ও সর্তকতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে সান্তাহার পৌরসভা জনবহুল গুরুত্বপূর্ণ এলাকা রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে করোনা সম্পর্কে জনগনকে সচেতন করতে এই সর্তকতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সেনেটারী ইন্সপেক্টর ভবেশ রায়, স্বাস্থ্য সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী, শান্তনা রাণী, মো. ইউসুফসহ অনেকে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান, জনসাধারণকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। সেসঙ্গে সবাইকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সবাই সুষ্ঠুভাবে দিক নির্দেশনা মেনে চললে অবশ্যই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সান্তাহার ডটকম/২১ মার্চ ২০২০/ইএন
Add Comment