দৈনিক সান্তাহার

করোনা সচেতনতায় সান্তাহারে সামাজিক দূরত্বের চিহ্ন অঙ্কন

সান্তাহার ডেস্ক :: সান্তাহারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি কলেজ ছাত্রলীগ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার সকালে উপজেলার সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা তানভী রহমান তনুর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা পৌর শহরে বেশ কয়েকটি মসজিদে জীবাণুনাশক স্প্রে বিতরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার জন্য দূরত্ব চিহ্নের কার্যক্রম শুরু করেন।

ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু জানান, আমরা জনসাধারণের সচেতনতায় শুরু থেকেই লিফলেট ও সাবান বিতরণ করেছি। পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম করেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বাজার করার জন্য সব কাঁচাবাজারসহ ওষুধের দোকানের সামনে চিহ্ন অঙ্কন করছি। জনগণের সেবায় কলেজ ছাত্রলীগের এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, ক্রেতা ও ব্যবসায়ীরা। এসব কার্যক্রমে সক্রিয় অংশ ও সহযোগীতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা হাসান রহমান, হোসাইন রহমান, হৃদয়, পল্লব, পিয়াল, খুশবু, অনিক, বাপ্পী, নিলয়, রসি, স্বাদ ও সিহাবসহ আরো অনেকে।

সান্তাহার ডটকম/৩০ মার্চ ২০২০ইং/ইএন