সান্তাহার ডেস্ক :: সান্তাহারে অপহরণের ৯দিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে (১৪) নওগাঁর আত্রাই থেকে উদ্ধার ও এজাজুল হক আশিক (২০) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত এজাজুল হক আশিক নওগাঁর আত্রাই উপজেলার উদয়তই গ্রামের মহাতাব প্রামানিকের ছেলে। এ ঘটনায় ভিকটিমের মা উপজেলার সান্তাহার মালশন গ্রামের বাসিন্দা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, সান্তাহার হার্ভে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে গত ২২ জুন সকালে সান্তাহার নতুনবাজার এলাকা থেকে এজাজুল হক আশিকসহ তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ৯দিন পর পুলিশ বুধবার সকালে নওগাঁর আত্রাই উপজেলা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত আসামী এজাজুল হক আশিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।
সান্তাহার ডটকম /০২ জুলাই ২০২০ইং /এমএম
Add Comment