সান্তাহার ডেস্ক :: সান্তাহারে একটি বোডিংয়ে মিনি ক্যাসিনো বসিয়ে জুয়ার খেলার সময় পুলিশ ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গত বুধবার রাতে আদমদীঘি থানা পুলিশ সান্তাহার পলাশ বোডিংয়ের একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার চা-বাগানের রফিকুল ইসলামের ছেলে রাব্বি (২৫), মোফাজ্জল হোসেনের ছেলে মনির (২৫), হোসেন আলীর ছেলে সুমন (২৬), নওগাঁর বদলগাছি উপজেলার সোয়াশা গ্রামের চয়েন উদ্দিনের ছেলে বাবু (৩৬), নওগাঁর উপশেরপুরের জরিপ মন্ডলের ছেলে ওরাইদুল (৩২) ও দিনাজপুরের পার্বতীপুরের বাবুপাড়ার লবল মিয়ার ছেলে মোহন (১৯)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহারস্থ পলাশ নামের একটি বোডিংয়ে মিনি ক্যাসিনো বসিয়ে তাসের মাধ্যমে জুয়ার আসর চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে বুধবার রাতে ফোর্সসহ ওই বোডিংয়ে অভিযান চালিয়ে একটি কক্ষে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় উল্লেখিত জুয়াড়িদের গ্রেফতার ও নগদ ৯ হাজার ১৯০ টাকা, ২ সেট তাসসহ সরঞ্জাম উদ্ধার জব্দ করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সান্তাহার ডটকম/৩ জুলাই ২০২০ইং /এমএম
Add Comment