সান্তাহার ডেস্ক :: আদমদীঘিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার ৩১ আগষ্ট সকালে বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান, বগুড়া জেলা পরিষদের সদস্যা মনজু আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, অধ্যক্ষ আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম মন্টু, মিজানুর রহমান বাবু, মিহির সরকার সহ আরো অনেকে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ চক্ষু হাসপাতাল, সুরমা ক্লিনিক ও আল সাফি ডায়াগনষ্টি সেন্টারের সহযোগীতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সান্তাহার ডটকম/১ সেপ্টেম্বর ২০২০ইং/এমএম
Add Comment