দৈনিক সান্তাহার

আদমদীঘিতে কলেজ ছাত্রের আত্মহত্যা

সান্তাহার ডেস্ক :: বগুড়ার আদমদীঘিতে রনক আহম্মেদ (১৭) নামে এক কলেজ ছাত্র ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত রনক আদমদীঘির রহিম উদ্দীন ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। শুক্রবার দুপুরে তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রনক ছোটবেলা থেকে উপজেলার শিবপুর গ্রামে তার নানা বাবলু হোসেনের বাড়ীতে থেকে পড়াশুনা করতেন। বেশ কিছু দিন আগে জনৈক এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ায় মনের ক্ষোভে বৃহস্পতিবার রাতে শয়ন ঘরের ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শুক্রবার দুপুরের দিকে নিহতের লাশ উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরন করে।আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কোনো মেয়ের সাথে তার সম্পর্কের অবনতি হওয়ায় সেই হতাশায় আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর মূল কারন জানা যাবে।

সান্তাহার ডটকম /৩১ অক্টোবর ২০২০ইং /এমএম