বগুড়ার আদমদীঘিতে ছাগল চোর সন্দেহে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানিয় জনতা। আটককৃতরা হলো- সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর খোকার ছেলে অনিক (২৯), একই এলাকার আব্দুল মমিনের ছেলে জাবেদ আলী (২৫), হামিদুলের ছেলে নাহিদ হোসেন (২৪), ও আবুল কালামের ছেলে আসিফ (২৬)। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থনিয় সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামের আব্দুল আলিমের ছাগল একটি ফাঁকা জায়গায় ঘাস খাচ্ছিলো। এসময় আটককৃত চার যুবক ওই ছাগলকে লক্ষ্য করছিল এবং চারপাশে ঘোরাফেরা করছিল। তাদের আচরন সন্দেহজনক হওয়ায় স্থানিয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাগল মালিক থানায় কোনো অভিযোগ করেন নি। আটককৃতদের চোর সন্দেহে জনতা মারপিট করে পুলিশের হাতে তুলে দিয়েছেন সেহেতু অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Add Comment