দুপচাঁচিয়ার এক কলেজ ছাত্রীকে (১৭) অপহরনের অভিযোগে বাবা-মাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মাটিহাস দক্ষিনপাড়ার মৃত আলীমুদ্দীনের ছেলে মজনু রহমান (৪৫), মজনু রহমানের স্ত্রী আকলিমা বেগম (৩৩) এবং উপজেলা সদরের মাস্টারপাড়ার কছির উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৩২)। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এরআগে অপহৃত কলেজছাত্রীর খালা পারভীন বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ ও মামলাসূত্রে জানাযায়, দুপচাঁচিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী (১৭) তার খালার বাড়ী দুপচাঁচিয়ায় থেকে পড়াশোনা করত। গত দুইমাস ধরে কলেজে যাওয়া আসার সময় গ্রেপ্তারকৃত আলামিন (১৯) প্রায়ই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু ওই ছাত্রী অতিষ্ঠ হয়ে একপর্যায়ে তার খালা পারভীন বেগমকে বিষয়টি খুলে বলে। এরপর পারভীন বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উত্যক্তকারি আলামিনের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়। কথাগুলো শোনার পর আলামিনের বাবা-মা উল্টো ওই ছাত্রীর খালার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এতে দু’পক্ষের মধ্যে হট্টগোল বাঁধে। একপর্যায়ে ওই কলেজছাত্রীর খালা বাড়ি থেকে চলে আসেন। এরপর ১৮ মে সকাল ৯.৩০ টার দিকে পারভীন বেগমের ভাগ্নী বাড়ি থেকে দুপচাঁচিয়া মহিলা কলেজ গেটের সামনে পাকা রাস্তায় পৌছলে গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে সিএনজি চালিত অটোরিকশাযোগে জোরপূবর্ক অপহরণ করে নিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, দায়েরকৃত মামলায় অপহরণকারী আলামিনের বাবা-মাসহ তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে প্রধান আসামী আলামিনকে গ্রেপ্তার এবং অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধারের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।
Add Comment