দৈনিক সান্তাহার

প্রতারক চক্রের মোবাইলে টোপ

santahar offerসান্তাহার ডেস্ক:: একটি প্রতারক চক্র মোবাইলে বিপুল পরিমাণ টাকা লটারিতে পেয়েছেন; এমন লোভনীয় অফার দিয়ে মোবাইল গ্রাহকের কাছ থেকে বিকাশের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। বিপুল টাকার মালিক বনে যাওয়ার লোভে পড়ে এই ফাঁদে পা দিয়ে বিশেষ করে নারীরা বিকাশে মাধ্যমে টাকা পাঠিয়ে হচ্ছেন প্রতারণার শিকার।
জানা যায়, বেশ কিছুদিন সান্তাহারসহ উপজেলা আদমদীঘির বিভিন্ন এলাকায় অজ্ঞাত ব্যক্তিদের মোবাইলে কল আসে। ওই কল রিসিভ করার পর নারী কণ্ঠে বলা হয় আপনি ভাগ্যবান আপনার মোবাইল ব্যবহারের ওপর লটারির মাধ্যমে ৫ লাখ টাকা পেয়েছেন। সেই টাকা কিছুক্ষণের মধ্যেই আপনি পাবেন এজন্য একটি বিকাশ নম্বর দেন।
এরপর যে ব্যক্তি মোবাইল ফোনে টাকা পাবার স্বপ্ন দেখলেন সেই ব্যক্তি প্রায় উন্মাদ হলেন। কিছুক্ষন পর আবার মোবাইল ফোনে বলা হয় টাকা পাঠানো হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে এই নম্বরে ৫শ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে বলা হয়। কেননা আপনিই সেই ব্যক্তি কিনা তা পরীক্ষা করেই আপনার প্রাপ্ত টাকা পাঠানো হবে।
এছাড়াও নানা আকর্ষণীয় কথা বলে নারী পুরুষদের ভুলিয়ে ৫শ টাকা থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার খবর পাওয়া গেছে এই মোবাইল ফোন প্রতারক চক্রটি বিরুদ্ধে।
গত কয়েক দিন পূর্বে মোবাইল প্রতারক চক্রটি বিকাশের মাধ্যমে লটারির ৫ লাখ টাকা দিবে বলে ছাতিয়ান গ্রামের শ্রীমতি আদরী রানীর নিকট থেকে ৪৭ হাজার টাকা, সুতা ব্যবসায়ী লুৎফর হোসেনের নিকট থেকে ৫ হাজার টাকা, ফাতেমার নিকট থেকে ৫শ টাকা, সবুজের নিকট থেকে ১৮ হাজার টাকাসহ বেশ কিছু নারী-পুরুষের নিকট থেকে হাতিয়ে নিয়েছে বিপুল টাকা।
এদিকে টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রতারিত নারী পুরুষরা।
সান্তাহার ডটকম/ইএন/৪ আগস্ট ২০১৬ইং