সান্তাহার ডেস্ক :: সান্তাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।শনিবার সকালে সান্তাহার আওয়ামীলীগ কার্যালয়ে
জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও গভর্ণর কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শেখ কুদরত-ই এলাহী কাজল, সাধারণ
সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, আওয়ামীলীগ নেতা গোলাম মোর্শেদ, আশরাফুল ইসালাম মন্টু, জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, মুক্তিযোদ্ধা আনছার আলী, আজমল হোসেনসহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি ও তার কর্মের নানা বিষয় তুলে ধরেন। সেই সাথে শোককে শক্তিতে রুপান্তর করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান। সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সান্তাহার ডটকম/১৬ আগস্ট ২০২০ইং /এমএম
Add Comment