সান্তাহার ডেস্ক :: রাস্তার ইট সোলিং ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু।বগুড়ার সান্তাহারে পৌর এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা ব্যায়ে রাস্তার ইট সোলিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনী এলাকায় ৬লাখ ৫৭হাজার টাকা ব্যায়ে রাস্তার ইট সোলিং ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু।
এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়াডের্র কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সুরমা কনস্ট্রাকশনের ঠিকাদার চঞ্চল কুমার কুন্ডু, আতাউর রহমান, হুমায়ন কবির হীরা, মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক জিললুর রহমান, আরিফুল ইসলাম, মাসুম খান, সোহেল রানা প্রমূখ। দুর্ভোগ লাঘব হওয়ায় মহল্লাবাসী কাজের উদ্বোধন শেষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুসহ অতিথিদের মালা দিয়ে শুভেচ্ছা জানান।
সান্তাহার ডটকম /০৬ নভেম্বের ২০২০ইং / এমএম
Add Comment