দৈনিক সান্তাহার

সান্তাহারের খালেক ডাক্তার আর নেই

সান্তাহার ডেস্ক :: সান্তাহারের হোমিও চিকিৎসক ডাক্তার খালেকুজ্জামান খালেক ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ভোর ৬টায় তার নিজ বাসভবনে সান্তাহার নতুন সাহাপুরে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন (ইন্নলিল্লাহি…………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ মাগরিব চা-বাগান মাদ্রাসা মাঠে জানাজা শেষে যুগিপুকুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, প্রয়াত ডাক্তার কিসমত আলীর মৃত্যুর পর থেকে তার ছেলে ডিএইচএমএস ডিগ্রী নিয়ে ডাক্তার খালেকুজ্জামান খালেক সান্তাহার স্টেশন রোড এলাকায় ‘খালেক হোমিও ফার্মেসী’তে দীর্ঘ প্রায় ৪৫বছর যাবৎ চিকিৎসা প্রদান করেন।

সান্তাহার ডটকম/২৪ নভেম্বের ২০২০ইং/এমএম