দৈনিক সান্তাহার

আদমদীঘিতে কাঁচা বাজার মনিটরিংয়ে ইউএনও সীমা শারমিন

সান্তাহার ডেস্ক ::  হঠাৎ করেই আলুর দাম বৃদ্ধি পাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা কাঁচা বাজার মনিটরিংয়ে নামেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সীমা শারমিন।

তিনি গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলা সদর, সান্তাহারসহ বিভিন্ন কাঁচা বাজার ও হিমাগারে সরকারি ভাবে আলুর দাম নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালান। অভিযানে সরকারি নির্ধারিত আলু ভোক্তা পর্যায়ে ৩০ টাকা কেজি মূল্যের বেশি যাতে কেউ বেচাকেনা করতে না পারেন তা দেখভাল করেন এবং পাইকারি ও খুচরা বিক্রেতাদের সর্তক করেন।

এ ছাড়া মাস্ক না পড়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ১০ জনের এক হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন সকলকে ঘরের বাহিরে বের হলে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন।

সান্তাহার ডটকম/ ২০ অক্টোবর ২০২০ইং / এমএম