সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে খোঁজ মিলছেনা করোনা আক্রান্ত যুবকের

সান্তাহার ডেস্ক :: রিপোর্ট করোনা পজিটিভ আসার পর বগুড়ার আদমদীঘি থেকে পালিয়ে গেছেন আক্রান্ত হওয়া এক যুবক। ৩২ বছর বয়সী ওই যুবক ঢাকায় টোবাকো কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি উপজেলার কুন্দগ্রামে। পভিটিভ রিপোর্ট আসার পর থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে খুঁজে পাচ্ছে না। রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

তিনি জানান, ওই যুবক ঢাকা থেকে ফিরে গত ২৯ তারিখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নমুনা দিয়ে বাড়ি ফিরেন। এরপর গতকাল শনিবার রাতে তার রিপোর্ট করোনা পভিটিভ আসে। বিষয়টি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ অবগত হলে চিকিৎসার জন্য তার বাড়িতে গিয়ে সন্ধান পাননি। তার মুঠোফোনে একাধিক বার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

খবরটি জানাজানি হলে রবিবার সকাল থেকে স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের টিম করোনা পভিটিভ ওই যুবকের সন্ধানে নামেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্ত ওই যুবকের সন্ধান মিলেনি।

সান্তাহার ডটকম / ৩১ মে ২০২০ইং/ এমএম