আপডেট দৈনিক সান্তাহার সান্তাহারের বাহিরে

আদমদীঘিতে আগুনে পুড়লো দুই’শ বস্তা মাছের খাদ্য

আদমদীঘিতে ফিড মিলের গুদামে আগুনের ঘটনায় চার লক্ষাধিক টাকার ২শ’ বস্তা মাছের খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার ইন্দইল গ্রামে আবুল কালামের মিলে এই আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ইন্দইল গ্রামে আবুল কালাম তার চাতালে মাছের খাদ্য তৈরি করে আসছিলেন। ফিড মিলের গুদামে বিক্রির জন্য ২৫০ বস্তা মাছের খাদ্য সংরক্ষণ করেন। শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চার লক্ষাধিক টাকার ২শ’ বস্তা মাছের খাদ্য পুড়ে যায়। শনিবার ভোরে মিল ও গুদাম ঘরে আগুনের দৃশ্য ও ধূয়া দেখে আদমদীঘি ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
আদমদীঘি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রুহুল আমিন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।