দৈনিক সান্তাহার

আদমদীঘি সদর ডাকঘর বেশ ঝুঁকিপূর্ণ

News Santaharসান্তাহার ডেস্ক:: আদমদীঘি সদরের দীর্ঘদিনের পুরাতন প্রধান ডাকঘর এখন ব্যবহারের অযোগ্য হয়ে ভগ্নদশায় পরিণত হয়েছে। অফিস ভবনসহ বাসভবনটির দেয়ালে ছাদের প্লাস্টার খসে প্রাচীরসহ বিভিন্ন স্থানে ফাটল ও বাঁক ধরে হেলে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিটিশ আমলে স্থাপিত বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের প্রধান ডাকঘরের অধীনে শালগ্রাম, কালাইকুড়ি, বিশিয়া, ভাণ্ডাগ্রাম, বিহিগ্রাম, আবাদপুকুরসহ ৬টি শাখা ডাকঘর রয়েছে। আদমদীঘি প্রধান ডাকঘরে ১জন পোস্ট মাস্টার, ১ জন পোস্টাল অপারেটর, ১ জন পোস্টম্যান, ১ জন প্যাকার, ১ জন রানার ও ১ জন নৈশ প্রহরী রয়েছে। ১৯৮৪ সালে তিনকক্ষ বিশিষ্ট ডাকঘর ও দুইকক্ষ বিশিষ্ট পোস্ট মাস্টারের বাসভবন প্রাচীরসহ উপজেলা সদরে এই প্রধান ডাকঘর ভবন নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে অদ্যাবধি ভবনটিতে কোনো রং কিংবা সংস্কার করা হয়নি। বিগত ৯ বছর পূর্বে হতে প্রধান এই ডাকঘরের প্রাচীর ভেঙে ডাকঘর ভবন ও পোস্ট মাস্টারের বাসভবনের দেয়াল বেঁকে ছাদের প্লাস্টার খসে, প্রাচীর ভেঙে ইট চুরিসহ বিভিন্ন অংশে ফাটল ধরে ও প্লাস্টার উঠে ভগ্নদশায় পরিণত হয়েছে। আকাশের অল্প বৃষ্টি হলেই জরাজীর্ণ ভবনটি ভিতরে পানি চুঁয়ে ঘরে পড়ে। এতে বিনষ্ট হচ্ছে অনেক মূল্যবান কাগজপত্র। উপজেলা প্রধান ডাকঘর ও বাসভবন ব্যবহারের অযোগ্য হলেও নতুন ভবন নির্মাণ না করায় মারাত্মক ঝুঁকি ও আতঙ্ক নিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা চালাচ্ছেন কার্যক্রম। যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। পোস্ট মাস্টার আনোয়ারুল ইসলাম জানান, ব্যবহারের অযোগ্য এই ডাকঘরটি সরজমিনে তদন্ত করে পুনর্নির্মাণের জন্য বেশ কয়েকটি চিঠি প্রদান করা হয়েছে। অচিরেই ভবন পুনর্নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধু আশ্বাস দেন।

জরুরীভিত্তিতে এই ডাকঘরটি পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছে স্থানীয়রা।

>> সান্তাহার ডটকম/ইএন/১৫ মে ২০১৭ইং