সান্তাহারের বাহিরে

আন্তাহারে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত

সান্তাহার ডেস্ক :: জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আদমদীঘিতে রবিউল ইসলাম মিঠু (৪৫) নামের এক ব্যবসায়ী প্রতিপক্ষের ইটের আঘাতে নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার সকালে অন্তাহার গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে কীটনাশক ব্যবসায়ী মিঠুর বসতবাড়ির পাশের জমি থেকে মাটি কেটে নিয়ে যান প্রতিবেশী নুরুল ইসলাম ফুন্নী। এ নিয়ে দুজনের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফুন্নীসহ তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে মিঠুকে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফুন্নীর স্ত্রী মরিয়ম বেগম ও তার ভাতিজা জামিলের স্ত্রী ফাইমাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যরা পলাতক রয়েছেন।

এ ব্যাপারে আদমদমীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং দুপুর পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান্তাহার ডটকম/১৫ এপ্রিল ২০২০ইং/ইএন