দৈনিক সান্তাহার

ঈদের আগে সান্তাহারে ব্যাপক গরু চুরি

Santahar Cow theifসান্তাহার ডেস্ক:: ঈদ উল আযহার বেশি দিন আর বাকি নেই। এই ঈদে এমনিতেই পশুর চাহিদা বেশি থাকে। ঈদের আগে এমন গরু চুরি হাওয়া নিয়ে দারুন বিপাকে পড়েছে সান্তাহারের গরু মালিকেরা। খোঁজ নিয়ে জানা যায়, গরু পাহারা দিতে ইদানিং তারা রাত জাগা শুরু করেছে। এছাড়া গরু চোরের উৎপাত হঠাৎ করে বাড়া নিয়ে এলাকার এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সান্তাহার শহরের সাহেবপাড়া মহল্লা ও সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর গ্রাম থেকে কয়েকদিন আগে মধ্যরাতে ছয়টি গরু চুরি হয়েছে। সাহেব পাড়া মহল্লার আবদুর রাজ্জাকের গোয়ালঘরের দরজার তালা কেটে দুটি গরু নিয়ে যায় চোরেরা। আর প্রান্নাথপুর গ্রামের মো. সবদুল ইসলামের গো-খামার থেকে চারটি গরু চুরি হয়। এর আগে ১২ আগস্ট শহরের স্টেডিয়াম পাড়ার একটি গরুর খামার থেকে পাঁচটি গরু চুরি হয়। আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, বৃহস্পতিবার রাতে গরু চুরির ঘটনা তিনি জানেন না।
সান্তাহার ডটকম/ইএন/২৫ আগস্ট ২০১৬ইং