দৈনিক সান্তাহার

করোনায় সান্তাহারে দাম বেড়েছে পেঁয়াজ ও চালের

সান্তাহার ডেস্ক :: করোনা ভাইরাসের কারণে পণ্যসংকট হবে এমন আতঙ্কে সান্তাহারে ক্রেতারা বাজারসহ দোকানগুলোতে কেনাকাটা করতে হুমড়ি খেয়ে পড়েছেন। এই সুযোগে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। কৃত্রিম সংকট সৃষ্টি করতে কিছু ব্যবসায়ী খাদ্য মজুত করেছেন বলেও অভিযোগ উঠেছে।

করোনা ভাইরাসের আতঙ্কে সান্তাহারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজ ও চালের দাম। বিভিন্ন হাটবাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা এবং প্রতি কেজি চাল ধরনভেদে বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে।

চাল ব্যবসায়ীরা বলছেন, মোকামেও চালের ঘাটতি দেখা দিয়েছে। মিলের মালিকেরা ধানের সঙ্কট দেখিয়ে চাল সরবরাহ করতে পারছেন না। বোরো না ওঠা পর্যন্ত চালের বাজার স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখছেন না।

এ ছাড়াও শহরের বিভিন্ন বাজার এবং দোকান ঘুরে দেখা গেছে, হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার কেনার হিড়িক শুরু হয়েছে। এ ছাড়াও অনেক দোকানে ক্রেতারা দ্বিগুন দামে স্যানিটাইজার কিনতে চাইলেও তা পাওয়া যাচ্ছে না।

সান্তাহার ডটকম/২১ র্মাচ ২০২০ইং/ইএন