সান্তাহার ডেস্ক :: আদমদীঘি উপজেলায় বিষপানে রুবেল হোসেন (১৮) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ট্রাক হেলপার রুবেল ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এঘটনায় বুধবার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়াপাড়া এলাকার ঢাকা রোড় মোড়ে বিষপানের পরপরই স্থানিয়রা রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
সান্তাহার ডটকম /২৫ জুন ২০২০ইং/এমএম
Add Comment