সান্তাহারের বাহিরে

টার্গেটে পুলিশের হাতেনাতে ধরা চোর

সান্তাহার ডেস্ক :: ‘টার্গেট মোবাইল সার্ভিসিং সেন্টার’ নামের একটি মোবাইল ফোন মেরামতের দোকানের টিনের চাল কেটে চুরি করতে গিয়ে টহল পুলিশের কাছে  হাতেনাতে ধরা খেয়েছেন আকবর আলী (২১)।

এসময় সহযোগিরা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়। বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের মালা সিনেমা হল এলাকায় ঘটনাটি ঘটে। মঙ্গলবার দুপুরে থানায় এ সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের মালা সিনেমা হল এলাকায় সোহেল রানার মোবাইল ফোন সার্ভেসিং সেন্টারে মঙ্গলবার দিবাগত রাতে চুরির উদ্দেশ্যে সংঘবদ্ধ চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে ৪ টি মোবাইল ফোন নিয়ে বেরোনোর সময় বিষয়টি টের পায় ওই এলাকায় টহলরত পুলিশ।

এসময় পুলিশ অভিযান চালিয়ে সান্তাহার মাইক্রোস্ট্যান্ড এলাকার মৃত আতোয়ার হোসেনের ছেলে আকবর আলীকে (২১) গ্রেপ্তার করতে সক্ষম হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে দোকান মালিক সোহেল রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, ফাঁড়ির রাত্রীকালিন টহল পুলিশের কাছে হাতেনাতে ধরা খেয়েছেন ওই যুবক। চুরির সাথে জরিত অন্যদেরও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

সান্তাহার ডটকম /০৫ নভেম্বের ২০২০ইং / এমএম