সান্তাহার পৌরসভা

ট্রেনটি প্রথম সান্তাহার স্টেশনের উপর দিয়ে যায়

ছবিতে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটিই প্রথম ট্রেন যা হার্ডিং ব্রীজ উদ্ধোধন হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল চালু হয়।তখন এই ট্রেন সান্তাহার হয়ে ভারতে প্রবেশ করেছে। অবিভক্ত ভারতের উত্তরবঙ্গ ও আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে সান্তাহারকে সংযুক্ত করে পূর্বদিকে বগুড়া হয়ে দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটে যাওয়ার জন্য আগের রেললাইনের (ব্রডগেজ) সাথে আরও একটি রেললাইন (মিটারগেজ) নির্মিত হলে ‘সান্তাহার স্টেশন’ সান্তাহার জংশন স্টেশনে পরিণত হয়। অনেক পুরনো এই ছবিটি সান্তাহার ডটকম সংগ্রহ করেছে শুধু মাত্র সান্তাহারবাসীর কাছে পৌঁছানো জন্য।