সান্তাহারের বাহিরে

নওগাঁর ডেপুটি সিভিল সার্জনসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত

সান্তাহার ডেস্ক ::  নওগাঁয় ডেপুটি সিভিল সার্জনসহ নতুন করে ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালও ১৪৬ জনে। এদের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৮৯ জন এবং মৃত্যু হয়েছে দুইজনের বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।

তিনি জানান, নতুন ১৪ জন শনাক্তের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন, বদলগাছি ১ জন, ধামুরহাঁট ১ জন, পত্নীতলায় ১ জন এবং মান্দা উপজেলায় ২ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে নমুনা ফলাফল আসে।

ডা. আলাল বলেন, নওগাঁ সদর উপজেলায় নতুন ৮ জনসহ মোট আক্রান্ত ৪৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজন সদর উপজেলার বাসিন্দা ছিলেন। আর এ উপজেলাতে করোনা মুক্ত হয়েছেন ৯ জন ।

সিভিল সার্জন বলেন, নতুন শনাক্তদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মর্শেদ করোনা পজেটিভ হয়েছেন। তিনিসহ নতুন আক্রান্ত সকলের শারীরিক অবস্থা ভালো আছে এবং তাদের সকলের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

সান্তাহার ডটকম / ০৪ জুন ২০২০ইং/ এমএম