দৈনিক সান্তাহার

নওগাঁয় কৃষকরা নতুন করে পাট চাষে আগ্রহী হচ্ছেন

সান্তাহার ডেস্ক :: বর্তমান সরকার পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর ফলে নওগাঁর কৃষকরা আবার পাট চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকরা এখন পাট চাষ করে লাভবান হওয়ার আশা করছেন। এ কারণে চলতি মৌসুমে নওগাঁয় ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে।

অথচ কিছুদিন আগেও কৃষকরা পাট চাষে আগ্রহ একেবারে হারিয়ে ফেলেছিল। হারিয়ে যেতে বসেছিল জেলার পাট চাষ। এছাড়াও জেলার মান্দা উপজেলায় একটি টেক্সটাইল মিল স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এই টেক্সটাইল মিল চালু হলে পাটের চাহিদা আরও বাড়বে। এ জেলায় পাট চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, জেলার ১১টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় চলতি মৌসুমে ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় কোনও পাট চাষ হয়নি। অবশিষ্ট ৮ উপজেলায় পাট চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৫৫ হেক্টর, রানীনগর উপজেলায় ৮০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৫৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ৫৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১১০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ২১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ২১০ হেক্টর এবং মান্দা উপজেলায় ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আশা করছি প্রতি হেক্টরে ১১ দশমিক ৪২ বেল হিসেবে এ বছর জেলায় ৭০ হাজার ২৩৩ বেল পাট উৎপাদিত হবে।

সান্তাহার ডটকম/এমএম/২৫ জুন ২০১৯ইং