সান্তাহারের বাহিরে

নওগাঁয় লেখালেখি, শুদ্ধ উচ্চারন ও নেতৃত্বের গুনাবলী বিষয়ক কর্মশালা

সান্তাহার ডেস্ক ::  নওগাঁ শহরের ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে লেখালেখি, শুদ্ধ উচ্চারন, নেতৃত্বের গুনাবলী ও বিকাশ বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।দাবী মৌলিক উন্নয়ন সংস্থা বাস্তবায়িত পি কে এস এফ’র অর্থায়নে ক্রীড়া ও সাংস্কৃতি কর্মসূচীর আওতায় এই কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার দুপুর ৩টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কাযনির্বার্হী পরিষদের সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কায়েস উদ্দিন।

ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর ফোকাল পার্সন এজেএমএম আলমগীর, স্কুলের সহকারী শিক্ষক মনোরঞ্জন দাস, আখতারুন নেছা, সামছুননাহার, আয়েশা সিদ্দিকা, নাজমা বেগম, নাসরিন আরা, সঞ্জয় কুমার, দাবীর প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম এবং কর্মকর্তা সাধন কুমার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে একই কর্মসূচীর আওতায় বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নধীন এনায়েতপুর-চকাবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী সদস্য কায়েস উদ্দিন।

সান্তাহার ডটকম/এমএম/ ০৩ জুলাই ২০১৯ইং