সান্তাহারের বাহিরে

নওগাঁয় শিশুসহ ১৩ জনের করোনা শনাক্ত

সান্তাহার ডেস্ক :: নওগাঁয় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু আছে। আজ রোববার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।নতুন শনাক্ত ১৩ জন নিয়ে নওগাঁয় কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড় শ ছাড়াল। মোট শনাক্তের সংখ্যা ১৫৯। এর মধ্যে সদর উপজেলাই ৫১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া ২১৬ জনের নমুনার ফলাফল ই-মেইলে আসে। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ছয়জন, রাণীনগরে পাঁচজন, মান্দায় একজন ও আত্রাই উপজেলায় একজন আছেন। নওগাঁ সদরে মা ও তিন বছরের মেয়ের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর রাণীনগর উপজেলায় বাবা-ছেলের করোনা শনাক্ত হয়েছে।

জেলার সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, নতুন শনাক্তরা সবাই কোভিড–১৯ রোগীদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। তাই তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী ও প্রশাসন কাজ করছে।নওগাঁয় এখন পর্যন্ত দুজন কোভিড-১৯ রোগী মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৫৯ জন।

সান্তাহার ডটকম / ০৭ জুন ২০২০ইং / এমএম