সান্তাহারের বাহিরে

নওগাঁ-৬ উপনির্বাচন: আওয়ামী লীগে প্রায় তিন ডজন প্রার্থী, কেন্দ্রের দিকে

সান্তাহার ডেস্ক ::   নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ অফিস থেকে ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার দুপুর পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শূণ্য হয়। দুটি উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে মোট ভোটার তিন লাখ ১৬ হাজার ৮৮৬ জন।

আসনটিতে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন-প্রয়াত এমপি ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভিন বিউটি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পীযূষ কুমার সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য শেখ মো. রফিকুল ইসলাম,

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খাঁন পিটু, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নহিদ ইসলাম বিপ্লব, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী প্রামানিক, স্যার সলিমুল্লা মুসলিম হল ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, নওগাঁ জেলা আওয়ামী

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুর রহমান, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান নূরুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন উপ-কমিটির সদস্য ড. জাহেদুল হক জাহিদ, মেজর এসএম আব্দুল জলিল (অব.), আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, জেলা ছাত্রলীগ সাবেক নেতা ও যুব লীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। অন্যদের নাম জানা সম্ভব হয়নি।

এ ছাড়াও নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহমেদসহ অনেকের নাম উপ-নির্বাচনের শোনা যাচ্ছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং জমা দেওয়া যাবে। শুক্রবার দুপুর পর্যন্ত ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। রবিবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ পর্যন্ত আরও ১০ জনের মতো প্রত্যাশী মনোনয়ন সংগ্রহ করবেন বলে দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, তারা এখনও কেন্দ্রের সাড়া পাননি। এছাড়াও জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী গোলাম কবির ও আত্রাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেনের নাম শোনা যাচ্ছে।

উল্লেখ্য, লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম। তিন বারের সংসদ সদস্য ইসরাফিল আলম। ইসরাফিল আলম নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

সান্তাহার ডটকম/ ২৩ আগস্ট ২০২০ইং /এমএম