বিবিধ

ভিন্ন পেশার মানুষ আর্টম্যান মাসুম

Masum art santahar 2

আজকের গল্পটা একেবারে ভিন্ন। একজন পেশাজীবি মানুষের। যিনি আলাদা একটি পেশায় নিয়োজিত। অনেক পেশার মাঝে তিনি যে পেশা বেছে নিয়েছেন সেটি খুব কম মানুষই নেয়। তবু সেই পেশায় থেকে চলছে তার সংসার। চলতে তার যাপিতজীবন। দু’চোখে তার রঙীন স্বপ্ন। স্বপ্ন ছেলেরা মানুষের মত মানুষ হবে, হবে উচ্চশিক্ষা আর দেশের জন্য বড়ধরনের কোনো কাজ করবে-

>> আপনার নাম কি?
মাসুম।
>> সবাই আপনাকে আর্ট মাসুম নামে চেনে?
হ্যাঁ, আর্ট করি, তাই নাম হয়ে গেছে আর্ট মাসুম।
>> কি কি আর্ট করেন?
সবই আর্ট করি, ব্যানার থেকে শুরু করে সেটের আঁকাআঁকিও করি।
>> কতদিন হলো এই পেশায়?
তা তো মোটামুটি ২০/২১ বছর হবেই।
>> আপনি নাকি এইচএসসি পাস; তারপরও চাকরি না করে এই পেশায় কেন?
পাশ করে চাকরি পাইনি। পরিবারের অবস্থা খুব একটা ভালো না থাকায় চাকরির জন্য ঘুষ দিতে পারি নাই। তাই বাড়ির পাশে এক আর্টম্যানের কাছে বছর খানেক আঁকাআঁকি শিখে নিজেই একটা দোকান দিয়ে বসেছি।
>> এক বছরেই আর্টম্যান হয়ে গেলেন?
আগে থেকেই আঁকাআঁকি করতাম। কিন্তু এক বছর মনোযোগ দিয়ে শিখেছি। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। আমি কেন পারবো না। আর এই ঘটনা এক থেকে ২০/২১ বছর আগের।
>> সারাদিনে কত কাজ করেন?
বেশি কাজ করলে লেখাগুলো ভালো হয় না কাস্টমার রাগ করে। তাই মোটামুটি একটা সীমার মধ্যে থেকে কাজ করি। তাছাড়া বেশি যদি নাই লেখালেখি বা আকায় তাহলে আমার সংসার চালবে কি করে।
>> সংসারে আপনার কে কে আছে?
আমি, আমার স্ত্রী আর দুই ছেলে।
>> ছেলে দুইটা কি স্কুলে যায়?
হ্যাঁ। দুইজনই স্কুলে যায়।
>> দেশ নিয়ে কি ভাবেন?
দেশকে আমি অনেক ভালবাসি। আর এই ভালো শেষ হবার নয়।
>> আপনার ভবিষ্যৎ ভাবনা?
দুই ছেলে লেখাপড়া শিখে মানুষ হবে আর দেশের ভাল কোনো কাজে নিজের বিলিয়ে দিবে।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/০৩-জুন-২০১৬ইং