দৈনিক সান্তাহার

মহাসড়কে আলুর হাট

santahar Adamdighi

সান্তাহার ডেস্ক:: সান্তাহার আসতে ও যেতে আদমদীঘিতে বসা আলুর হাট চরম যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ জনসাধারণ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। দেখেও না দেখার ভান করছে হাট মালিক। সময় মতো যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারছে না বলেও একাধিক যাত্রী জানান। এদিকে জরুরি রোগী হাসপাতালে যেতে পারছে না যানজটের কারণে।

আদমদীঘির হাট সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুইদিন বসে। আদমদীঘি উপজেলা ও পার্শ্ববতী উপজেলার আলু চাষিরা ভোর থেকে আলু বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। হাটের অনেক জায়গা থাকা সত্ত্বে আলু বিক্রেতারা বগুড়া-নওগাঁ মহসড়কের উপর আলু বেচা-কেনা হচ্ছে।

এদিকে মহাসড়কের ওপর আলু বেচা-কেনা হওয়ায় বিক্রেতা ও ক্রেতার ভিড় এবং আলু বহনকৃত ভ্যান ও নছিমনের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

মহাসড়ক সংলগ্ন হাটের জায়গা আছে। সেখানে পাইকারি আলুর হাট বসানো হলে জনদুর্ভোগ কমবে।
সূত্র: ইত্তেফাক

>> সান্তাহার ডটকম/ইএন/৫ মার্চ ২০১৭ইং