দৈনিক সান্তাহার

মাস্ক না পরায় সান্তাহারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সান্তাহার ডেস্ক :: সান্তাহার পৌর শহরে মাস্ক না পরায় ৬টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার ১১ অক্টোবর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

অভিযানের সময় সান্তাহার রেলগেট এলাকায় মাস্ক না পরায় ৬টি মামলার মাধ্যমে ৮ জনের ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান্তাহার ডটকম/১৫ অক্টোবর ২০২০ইং/এমএম