দৈনিক সান্তাহার

মেয়ের নতুন নাম রাখবেন আসলাম

aslam sikderযুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দূর হলো লজ্জার বাবা আসলাম সিকদারের লজ্জা। লজ্জার ২০০৪ সালের কথা। খালেদা জিয়ার সরকার আমলে মহান সংসদে দাঁড়িয়ে আল বদর কমান্ডার যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামী জোর গলায় বলেছিল, এ দেশে এমন কারও জন্ম হয়নি যে, তার বা তাদের বিচার করতে পারে। ৩০ লাখ শহীদের রক্ত আর লাখ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য শুনে আমি যারপরনাই লজ্জা পেয়েছিলাম। অনেক কেঁদেছিলাম। এর কিছু দিন পর জন্ম নিল আমার মেয়ে। মেয়ের নাম রাখলাম লজ্জা। পুরো নাম আবিদা সুলতানা লজ্জা। লজ্জা এখন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। লজ্জার জন্মের ১২ বছরের মাথায় বিচার শেষে আদালতের রায়ে নিজামীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে মধ্য দিয়ে আমার সেই লজ্জা দূর হলো। এবার আমি আমার মেয়ের নামটি পরিবর্তন করব। বুধবার সকালে মিষ্টির প্যাকেট হাতে সান্তাহার প্রেসক্লাবে এসে অভিব্যক্তি ব্যক্ত করছিলেন সান্তাহার পৌর যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সিকদার ওরফে আসলাম সিকদার। খুশির অশ্রুসজল কণ্ঠে তিনি বললেন, আজ আমি আনন্দিত। সকাল থেকে স্বজন ও পরিচিতদের মধ্যে ২০ কেজি মিষ্টি বিতরণ করেছি। এক পর্যায়ে আসলাম সিকদার বললেন, নিজামীর ফাঁসি কার্যকরের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমনন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পাশাপাশি আমাকে লজ্জা থেকে মুক্ত করার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।
সান্তাহার ডটকম/সান্তাহার ডটকম টিম/১২-মে-২০১৬ইং