দৈনিক সান্তাহার

রক্তদহ বিলের ফসল রক্ষায় মানববন্ধন

manobbandhanসান্তাহার ডেস্ক:: রক্তদহ বিলের উঠতি প্রায় ইরি-বোরো ধান তলিয়ে যাওয়া থেকে রক্ষা ও বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত বাঁধ (ক্রসড্যাম) অপসারণের দাবীতে বিলপাড়ের কয়েক গ্রামের কৃষকরা সোমবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বরে এক মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলার পাশের উপজেলা রাণীনগরের ঝিনা এলাকায় বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত ক্রসড্যামের কারনে রক্তদহ বিলের প্রায় পাঁচ শত হেক্টর জমির উঠতি প্রায় ইরি-বোরো ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে আদমদীঘি উপজেলার কদমা, করজবাড়ি, গনিপুর, দমদমা, প্রসাদখালী, সান্দিড়া, ছাতনি, ঢেঁকড়া, ডাঙ্গাপাড়াসহ প্রায় ১৫ গ্রামের বহু কৃষকের মাঝে হাহাকার পড়ে গেছে।
এ কারনে তারা ফসল রক্ষায় আন্দোলনে নেমেছেন। এই মানববন্ধনে কয়েক শত ক্ষতিগ্রস্থ কৃষকের সাথে অংশ নিয়ে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি সদর ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান, করজবাড়ি গ্রামের কৃষক নেতা আবদুল হক, জালাল হোসন, দক্ষিন গনিপুর গ্রামের আনোয়ার হোসেন, দমদমা গ্রামের গোলাম আমবিয়া লুলু প্রমুখ। পরে ওই দাবীতে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দুই শতাধিক কৃষকের স্বাক্ষর করা একটি আবেদন পত্র দেওয়া হয়।

>> সান্তাহার ডটকম/ইএন/২৪ এপ্রিল ২০১৭ইং