সান্তাহারের বাহিরে

রাণীনগরে নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত

সান্তাহার ডেস্ক ::  নওগাঁর রাণীনগর উপজেলায় করোনায় আক্রান্ত ২৬ বছর বয়সি নার্সের সংস্পর্শে আসা আরো পাঁচ জনের করোনা (পজেটিভ) শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ওই পাঁচজন রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া এবং মেরিয়া গ্রামের বাসিন্দা।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান, গত ৩০ মে হাসপাতালের ২৬ বছর বয়সি এক নার্সের করোনা পজেটিভ আসে। এরপর তার সংস্পর্শে আসা কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। শনিবার রাত সাড়ে ৯ টা নাগাদ পরীক্ষার রির্পোট হাতে আসে। এতে ওই নার্সের সংস্পর্শে আসা ধনপাড়া এবং মেরিয়া গ্রামের বৃদ্ধ, কিশোরীসহ মোট ৫ জনের করোনা পজেটিভ রির্পোট আসে।

তিনি জানান, এর আগে হাসপাতালের ডাক্তার, নার্স, গাড়ি চালক, ঢাকা ও নারায়নগঞ্জ ফেরতসহ মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়। ধীরে ধীরে ১৮ জনই সুস্থ্য হয়েছেন। শনিবার রাতে আক্রান্ত ওই নার্সের সংস্পর্শে আসা নতুন করে আরো ৫ জনের করোনা পজেটিভ আসে। এনিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ২৪ জন। সুস্থ্য হয়েছেন ১৮ জন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সান্তাহার ডটকম / ০৭ জুন ২০২০ইং / এমএম